
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ
সীমান্তে মাদক চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আবারও কঠোর অবস্থান প্রদর্শন করেছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ দশমিক ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি ট্রলারে যাত্রীর বেশে মাদক পাচারের চেষ্টা চলছে। তথ্য পাওয়ার পর ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে কয়েকটি চৌকস টহলদল মোতায়েন করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় অভিযান চালানো হয়।
সেখানে সেন্টমার্টিনগামী তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির নারী সদস্যরা তাদের তল্লাশি করেন। এ সময় তাদের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। আটক নারীরা হলো— রুবায়দা (১৮), পিতা: আজু মিয়া, সেন্টমার্টিন, টেকনাফ, ফাতেমা খাতুন (২০), পিতা: মৃত দোস মাহমুদ, সেন্টমার্টিন, টেকনাফ ও সারমিন (১৮), পিতা: মো. জাফর, মাঠপাড়া, টেকনাফ। অভিযানে আরও একজন আসামি মো. আলী হোসেন (সেন্টমার্টিন) পালিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত গাঁজাসহ তাদের থানায় হস্তান্তর করা হবে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান প্রমাণ করে সীমান্ত সুরক্ষা ও মাদকদমন কার্যক্রমে সংস্থাটি সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।