
সদরপুর থেকে নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ইসকনের দেশব্যাপী ক্রমবর্ধমান সন্ত্রাসী ও জঙ্গী কার্যক্রম, সন্ত্রাসী জংগী সংগঠন ইসকনের সকল খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ইসকন সংগঠন নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যাক্তির পক্ষে সদরপুর উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা এডভোকেট আলিফ হত্যা, বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক শ্রী শান্ত রায়, কাপাসিয়া উপজেলার তারগাও গ্রামে সংগঠিত ধর্ষণসহ সারাদেশে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের তীব্র প্রতিবাদে সন্ত্রাসী জংগী সংগঠন ইসকনের সকল খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ইসকন সংগঠন নিষিদ্ধের জোর দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মদ জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতী মাহদী হাসান, মুফতী নুরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, জাহিদুল ইসলাম আকাশ প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের হাফেজ আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলনের মাওলানা রেজাউল করিম, বিএনপির আব্দুর রাজ্জাক খান সহ সহ আরও অনেকে।
এছাড়াও বিভিন্ন সামাজিক সামাজিক সংগঠনের প্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-খতীব, মানবাধিকারকার্মী, মিডিয়াকমী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সদরপুর স্টেডিয়াম থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।