
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ২- নগরকান্দা ও সালথা আসনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বোর্ড কমিটি শামা ওবায়েদ ইসলাম রিংকুকে এ অনুমোদন দিয়েছে।
সারা দেশে সোমবার ২৩৭ জনকে প্রাথমিক ভাবে চুড়ান্ত করেছে দলটি। তার মধ্যে ফরিদপুর -২ নগরকান্দা – সালথা আসনের জন্য চুড়ান্ত করেছেন বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম কে এম ওবায়দুর রহমানের কন্যা, দলটির সাংগঠনিক সম্পাদক, শামা ওবায়েদ ইসলাম রিংকুকে।
শামা ওবায়েদ ইসলাম রিংকু এ আসনে মনোনয়নে মনোনীত হওয়ায় দু’ উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের মাঝে আনন্দের বন্য বয়ে যাচ্ছে। তবে কেন্দ্রীয় ভাবে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নিষেধ থাকায় এরকম কোন আয়োজন করেনি উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল বলেন, দল আমাদের নেত্রীকে মূল্যয়ন করে মনোনয়ন দিয়েছেন, এখন নেতা কর্মী ও সাধারণ ভোটারদের উচিত হবে আগামী নির্বাচনে ভোট দিয়ে নেত্রীকে বিজয়ী করা।
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, আমাদের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু মনোনয়ন পাওয়ায় দুই উপজেলার নেতা কর্মীরা দারুণ ভাবে খুশি হয়েছেন।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, আমাকে ফরিদপুর – ২ নগরকান্দা ও সালথা আসনে মনোনয়ন দেওয়ায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি।
মঙ্গলবার পর্যন্ত এ আসনে অন্য কোন দল বা জোট শরীক দলের কোন প্রার্থী চুরান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।