
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের বরইতলা এলাকায় একটি বসতঘরে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তারা দাবি করেছেন, অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
সম্প্রতি উপজেলার অলিপুরা গ্রামে পূর্ববিরোধের জের ধরে গাজী বাড়ির নূর হোসেনের বসতঘরে হামলা ও চার লাখ টাকা লুটের অভিযোগ করেন তিনি। এ ঘটনায় স্থানীয় খলিল প্যাদার ছেলে জাহিদুলসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগটি ভিত্তিহীন বলে জানান।
অভিযুক্ত জাহিদুলের বাবা খলিল প্যাদা বলেন, “এমন কোনো হামলার ঘটনাই ঘটেনি। বরং নূর হোসেনের ছেলে নাঈম আমার ছেলে জাহিদুলকে অলিপুরা বাজার থেকে ব্রিজের পাশে নিয়ে গিয়ে মারধর ও হত্যার হুমকি দেয়। পরে জাহিদুল ও তার বন্ধু নূর হোসেনের ঘরে গিয়ে কথা বলতে গেলে সামান্য বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। কিন্তু কোনো হামলা বা টাকা নেওয়ার ঘটনা ঘটেনি।”
তিনি আরও বলেন, “চার লাখ টাকা লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
অন্যদিকে, অভিযোগকারী নূর হোসেন বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেন, “আমার ঘরে হামলা চালিয়ে নগদ চার লাখ টাকা নিয়ে গেছে। আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
স্থানীয়রা জানান, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।