
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ:-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দুই অবৈধ ইটভাটার কার্যক্রম কঠোরভাবে বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) মোবাইল কোর্ট পরিচালনায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী দুই ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং ভাটার আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম, প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান। শিবনগরের এম.এম.বি.এম ব্রিকস ও ঈশ্বরবার এ.এম.বি.এম ব্রিকস ভাটার বিদ্যুৎ সংযোগ যথাক্রমে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিচ্ছিন্ন করে এবং আগুন নেভানো ও কাঁচা ইট নষ্টের কাজ সম্পন্ন করা হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, উভয় ভাটার বিরুদ্ধে শীঘ্রই বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হবে এবং ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।