
মোঃ ওয়াজেদ আলী, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
সদরপুর উপজেলা শিক্ষক পরিবারের একটি প্রতিনিধি দল নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সন্ধায় উপজেলার ইউএনও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাৎকালে শিক্ষক প্রতিনিধি দল ইউএনও মহোদয়কে সদরপুরে যুক্ত হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে সফল দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভকামনা জানান। এ সময় তারা এলাকার সামগ্রিক শিক্ষা উন্নয়ন, বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন সমস্যাবলী এবং শিক্ষার পরিবেশ আরও মানোন্নয়নের বিষয় নিয়ে মতবিনিময় করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক আবদুস সাত্তার মিয়া, শিক্ষক কর্মচারী ঐক্য জোট সদরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল বারেক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ লাভলু ফকির প্রমুখ।

ইউএনও শরীফ শাওন শিক্ষক সমাজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,শিক্ষকরা সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সদরপুরের শিক্ষার মানোন্নয়নে প্রশাসন সবসময় সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করবে।
সৌজন্য সাক্ষাতে সদরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672