
সাইফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:-
সীমান্ত এলাকায় জনসচেতনতা বাড়াতে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর উদ্যোগে সামান্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩০ নং চাঁদরতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুশ-ইন আশঙ্কা রোধ, সীমান্ত শৃঙ্খলা বজায় রাখা, সন্ধ্যার পর সীমান্তে না যাওয়া, শূন্য লাইন অতিক্রম না করা এবং মাদক, স্বর্ণ, গরু ও মানব পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি গবাদিপশু সীমান্তের শূন্য লাইনের কাছে না নেওয়ারও পরামর্শ দেন।

সভায় প্রায় ৩০০ থেকে ৩২০ জন স্থানীয় মানুষ অংশ নিয়ে সীমান্ত নিরাপত্তায় বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানান। বার্তা প্রেরক: সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।