
নুরুল ইসলাম সদরপুর( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিদর্শিকা FWV, পরিবার পরিকল্পনা পরিদর্শক FPI, পরিবার কল্যাণ সহকারী FWA দের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন ও দ্রুত বাস্তবায়নের দাবীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার সময়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিবার পরিকল্পনা কর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
পরিবার কল্যাণ সহকারী সাজেদা আক্তার বলেন, বহুদিন ধরে এই দাবি করলেও এর কোনো অগ্রগতি নেই। তাই তাদের দাবি অতি দ্রুত সংশোধিত নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে।
পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈয়দ রাকিবুল আহসান বলেন, আমরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত ৩৩ হাজার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা তাদের চাকুরির শুরু থেকে কোনো নিয়োগবিধি না থাকার কারণে সব কর্মচারী সব ধরনের পদোন্নতি বা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। যে পদে নিয়োগ সে পদে থেকেই বিদায় নিতে হচ্ছে তাদের। এমতাবস্থায় নিয়োগবিধি সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছিলো। কিন্তু এর বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যাচ্ছেনা।