
মোঃ সোহরাব হোসেন মুন্সি, নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে মনোনয়ন পেলেন দাকোপ–বটিয়াঘাটার জনপ্রিয় মুখ আলহাজ্ব আমির এজাজ খান।এতে উল্লাসে মাতোহারা দাকোপ বটিয়াঘাটা বাসী।
মনোনয়ন ঘোষণার পর থেকেই পুরো দাকোপ ও বটিয়াঘাটা জুড়ে বিএনপি সমর্থকদের মধ্যে দেখা গেছে বাদভাঙ্গা আনন্দ-উল্লাস।মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই খণ্ড খণ্ড আনন্দ মিছিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ার সৃষ্টি হয়েছে।এই আসনটি ছিল আওয়ামী আসন।হিন্দু অধ্যাসিত এই আসনে একবার জাতীয় পার্টি, দুইবার বিএনপি,একবার স্বতান্ত্র প্রার্থাী বাকি ও ৯ বার আওয়ামী প্রার্থী নির্বাচিত হয়েছে।এর মধ্যে ১৯৯৬ সালের আগে এই আসনে বিএনপি ভোট পেয়েছিল ৭ হাজারের কাছাকাছি।আলহাজ আমির এজাজ খান ১৯৯৬ সাল থেকে এই আসনের হাল ধরার পর ২০০১ সালে এই আসনে নির্বাচন করে ভোট পেয়েছিলেন ৪৭ হাজারেও বেশি।এর পর থেকে প্রতি নির্বাচনেই দ্বীগুনের কাছাকছি ভোট পেয়ে আসছেন আলহাজ্ব আমির এজাজ খান। গত ২০১৮ সালে সুষ্ঠ নির্বাচন হলে বিজয়ী হতেন আলহাজ্ব আমির এজাজ খান।এখানেই প্রমান হয় এই আসনে হিন্দু সম্প্রদায়র ভোটাররা আলহাজ্ব আমির এজাজ খানকে কতটা ভাল বাসে।তিনি এই আসনে বিএনপিকে ০ (শুন্য) কোঠা থেকে বিজয়ের ধার প্রান্তে পৌছেছে।আলহাজ আমির এজাজ খান দাকোপ-বটিয়াঘাটায় একজন গ্রহণযোগ্য,জনপ্রিয় ও দলের জন্য একজন নিবেদিত ব্যক্তি হিসেবে পরিচিত।জলমা ইউনিয়ানের পুটিমারী নিবাসি সাবেক ওয়ার্ড মেম্বার বিকাশ রায় বলেন,”আমরা এই এলাকর হিন্দু সম্প্রদায় আমির এজাজ খানকে ছাড়া অন্য কাউকে চিনি না।আমরা এই অঞ্চলের হিন্দু সম্প্রদায় আমির এজাজ খানকে ভোট দেব।”দলীয় প্রায় সকল নেতা কর্মীরা তাকে সমর্থন করেছেন এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান।