

মোঃ ওয়াজেদ আলী- সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার সদরপুরে ঐতিহ্যবাহী চর ব্রাহ্মন্দী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান বিদ্যালয়ের সবুজ চত্বরে আজ ০৪ ফেব্রুয়ারী ২০২৫ সকাল ৯ টায় উদ্ভোধন করা হয়েছে। সদরপুর উপজেলা দক্ষ নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিষ্ণুপদ ঘোষাল, জেলা শিক্ষা অফিসার, ফরিদপুর। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন মোঃ মোফাজ্জেল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সদরপুর,আব্দুল মোতালেব(খোকন) অফিসার ইনচার্জ সদরপুর। আরও উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রানবন্ত ও সাফল্য মন্ডিত করেন,শামসুদ্দিন হাওলাদার, আলহাজ্ব রাশেদ হাওলাদার,মোঃ মোকসেদ হাওলাদার,মোঃ আবুল কালাম আজাদ হাওলাদার,ইউপি সদস্য মোঃ আবু সাইদ হাওলাদার, আঃ হক হাওলাদার,মোঃ ফারুখ হাওলাদার, মোঃ শাহআলম মুন্সী। আরও উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট সদরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আঃ বারেক মিয়া,সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ সিদ্দিক,সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বাংলাদেশ শিক্ষক সমিতি সদরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ কামরুল হাসান খান, শিক্ষক কর্মচারী ঐকজোট ফরিদপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতি সদরপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিয়া,সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খান। মোঃ ওয়াজেদ আলী প্রচার সম্পাদক শিক্ষক কর্মচারী ঐকজোট ও সাংগঠনিক সম্পাদক মাদরাসা শাখা সদরপুর উপজেলা।
অতিথিদের আসন গ্রহণ, পতাকা উত্তোলন ও উদ্ভোধনী ভাষনের মাধ্যমে সকাল থেকে আকর্ষণীয় ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ শুরু হয়। দক্ষ ও চৌকশ স্কাউটস এবং গার্লস গাইড তাদের নৈপূন্য প্রদর্শন করে। আকর্ষণীয় পর্বটি শুরু হয় যেমন খুশি সাজো, অতিথিদের ভাগ্য পরীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। শিক্ষক,শিক্ষার্থী,অতিথি,অভিভাবক ও গন মাধ্যমে কর্মীদের মিলন মেলায় মাদরাসার মাঠ প্রাঙ্গনে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। সব শেষে বিজয়ী ও আমন্ত্রিত অতিথিদের পুরষ্কার বিতরন করা হয়।