

বি এইচ টিটু- সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাড়ৈর হাট বাজারে একটি মুদি দোকানের সামনে জোরপূর্বক টয়লেট নির্মান করে দোকান ঘরের সামনের যাতায়াতের গলি দখল করার অভিযোগ উঠেছে।
জানাযায়, ফিরোজ খান একজন প্রবাসী। গত কিছু দিন পূর্বে বিদেশ থেকে এসে বাড়ৈর হাট বাজারে তার নিজস্ব একটি মুদি দোকানে ব্যবসা বানিজ্য করে জীবিকা নির্বাহ করার জন্য দোকানে মালামাল উত্তোলন করেন। কিন্তু বাজারের মসজিদ কমিটি এবং বাজার কমিটির সভাপতি ক্বারী মোঃ হাবিবুর রহমান ও মোঃ সিদ্দিক মাতুব্বর ভুক্তভোগী ফিরোজ খানের দোকান ঘরের সামনের যাতায়াতের গলি দখল করে সেখানে জোরপুর্বক টয়লেট নির্মান করে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যে করনে টয়লেটের দুর্গন্ধে ফিরোজ খানের দোকান পরিচালনা করা অসম্ভব হয়ে পরে। পরে মসজিদ কমিটির সাথে আলোচনা করে তিনি নিজ খরচে অন্যত্র পাকা টয়লেট নির্মান করে দেয়। কিন্তু তার পরেও কমিটির লোকজন তার দোকানের সামনে থেকে টয়লেট না সরিয়ে টালবাহানামুলক আচরণ করে। এমতাবস্থায়, তার দোকানের সামনে থেকে উক্ত টয়লেট অপশারণ করা একান্ত প্রয়োজন হয়ে পরে। তিনি টয়লেট অপশারণ করতে গেলে কমিটির লোকজনের সাথে তার ঝামেলার সৃষ্টি হয়। পরে তিনি বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের অবহিত করলে তারা সদরপুর উপজেলা নির্বাহী বরাবর এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করতে বলেন। পরবর্তীতে তিনি উপজেলা প্রশাসনের নিকট সহযোগীতা চেয়ে একটি অভিযোগপত্র দায়ের করেন। তবে এ বিষয়ে এখনো তিনি কোন ফলাফল পাননি।