

বি এইচ টিটু- সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে উপজেলা বিএনপিরসাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বরের বিরুদ্ধে বৃহষ্পতিবার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এবং অনলাইন পত্রিকায় পুলিশের হাত থেকে আসামী ছিনতাই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখিত বাহালুল মাতুব্বর উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত নয় মর্মে জানান।
তিনি তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের বলেন- আমার বিরুদ্ধে গত ৩০ জানুয়ারি দেশের বিভিন্ন জাতীয় ও অনলাইন সংবাদমাধ্যমে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই শিরোনামে সংবাদ প্রকাশতি হয়েছে। উক্ত সংবাদের একাংশে আমার নাম জড়িয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ উঠছে। ওই সংবাদের একাংশে আমার নেতৃত্বে থানা থেকে হাসপাতালে ফারুক হোসেন বাকু কে ছিনিয়ে নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে। আপনাদের সদয় অবগতরি জন্য জানাচ্ছি যে, আমি উক্ত ঘটনার সাথে কোনভাবেই জড়িত নই কিংবা আমার নেতৃত্বে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে একটি স্বার্থান্মেসী মহলের ইন্দনে সংবাদটি প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপনসহ প্রতিবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হিসেবে আওয়ামীলীগের দুঃশাষন সময়ে দলের জন্য জীবন বাজী রেখে যথাযথভাবে কাজ করেছি এবং বিগত সময়ে মিথ্যা মামলার আসামী হয়ে জেল খেটেছি। আগামীতেও আমি দলের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা যুব দলের সাবেক সভাপতি মোঃ বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ফরিদ আহমেদ মোল্লা, জেলা যুব দলের যুগ্ম- সাধারণ সম্পাদক সুমন আহমেদসহ সদরপুর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।