

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনার মূলহুতা কে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
গ্রেফতারকৃত মূলহুতা হল মিনহাজ মৃধা, চরভদ্রাসন সদর ইউনিয়নের পান্নু মৃধার ছেলে । গত শুক্রবার বিকেলে সদর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চরভদ্রাসন থানা পুলিশ। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হাসিবুল দেওয়ান, রাজু শিকদার,মানিক মোল্লাকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে কিছু চুরি করা মালামাল উদ্ধার করা হয়। তদন্তকারী অফিসার এসআই ওয়াসেক তালুকদার বলেন এই চোরচক্রের মূল হোতাকে গ্রেপ্তার করার সময় আমাকে বলেন আমি সমন্বয়ক, জেল থেকে বেরিয়ে এসে তোকে দেখে নিব,