
খোলাকন্ঠ ডেস্ক রিপোর্টঃ
ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিল আটরশির ওরশ মোবারক আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সুসম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ আশেকান জাকেরানদের পদচারনায় মুখরিত বিশ্ব জাকের মঞ্জিল এখন স্তব্ধ। দেশ-বিদেশের লাখ লাখ জাকেরান ও আশেকানসহ মুসুল্লিয়ানদের আল্লাহ আল্লাহ জিকিরে প্রকম্পিত হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল ও সন্নিহিত বিশাল এলাকা। বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকারী পীরজাদা আলহাজ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব এর পুরো কর্মকাণ্ড তত্বাবধান ও পরিচালনায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ৫০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক আইন-শৃঙ্খলা বাহিনীর নিরবচ্ছিন্ন খেদমতে ফজর নামাজ বাদ ফাতেহা শরিফ ও খতম শরিফ আদায়ন্তে পবিত্র কোরআন তেলাওয়াত এবং মিলাদ শেষে পীর ছাহেবের রওজা শরিফ জিয়ারতের নিয়তে পুনরায় ফাতেহা শরিফ পাঠন্তে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরী মোনাজাতে বিশ্ব জাকের মঞ্জিলের সন্নিহিত ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভক্ত আশেকান জাকেরানদের সুখ শান্তি ও সমৃদ্ধ কামনা করে আমিন আমিন শব্দে মুখরিত হয়। মোনাজাত শেষে গদিনীশিন পীর সকল জাকেরানদের নিরাপদে আপন ঠিকানায় পৌছানোর শুভ কামনা করে বিদায় দেন। জাকেরানদের বিদায়ের পর্বে বিশ্বজাকের মঞ্জিল থেকে পুকুরিয়া ১৫ কিলোমিটার, মুন্সিরচর পদ্মার ঘাট, চন্দ্রপাড়া ঘাট ও কৃষ্ণপুর বাজার, চরভদ্রাসনের গোপালপুর ঘাট, শিবচরের কাঁঠাল বাড়ীয়া ঘাট ও দৌলতদিয়া ঘাট পযর্ন্ত প্রায় দিনভর যানজট সৃষ্টি হয়ে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।