

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
কৃষকের স্বার্থ রক্ষায়, বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে কয়েক হাজার কৃষকের অংশগ্রহনে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষকদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা কৃষক দলের
যুগ্ন আহবায়ক মুন্সি জহুরুল হক, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব কবির মোল্যা, যুগ্ন-আহবায়ক কে. এম আবু সাইদসহ দলটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থ রক্ষায় অদ্যাবধি কোনো সংগঠন গড়ে ওঠেনি। ফলে প্রতিনিয়ত ফসল আবাদ করে ক্ষতিতে পড়তে হয় তাদের। কৃষকদের স্বার্থ রক্ষায় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নতি করতে চাইলে কৃষিকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, তারেক রহমান গুরুত্ব বুঝেই ৩১ দফায় কৃষি ও কৃষকের বিষয়ে প্রস্তাবনা দিয়েছেন।
সমাবেশের প্রধান বক্তা কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপির দুর্দিনে আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি। শেখ হাসিনার সরকারের আমলে আমি ১৩৮ টি মামলা খেয়েছি, বার বার রক্ত ঝড়িয়েছি। তিনি আরোও বলেন, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ফরিদপুর-৪ আসনের জনগনের পাশে থাকব এবং আপনাদের সুখ দুঃখের একজন সাথী হতে চাই। আমার সাথে যারা রাজনীতি করতে এসেছেন তারাও নিরাপদ যারা আসেন নাই তারাও নিরাপদ।
বর্তমান অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে করে তিনি বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে অতি দ্রুত অন্তবর্তী সরকারকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংস্কারের নামে কালক্ষেপণ না করে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আপনারা যত বেশি ক্ষমতায় থাকার চেষ্টা করছেন এতে আপনাদের জনপ্রিয়তা তলানিতে চলে যাচ্ছে। আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে পরিস্থিতি উন্নতির জন্য নির্বাচনের কোন বিকল্প নেই বলে তারা জানান।
এ সময়ে প্রধান অতিথি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সমাবেশে ফরিদপুর ৪ আসনে শহিদুল ইসলাম বাবুলকে নির্বাচিত করার অনুরোধ জানান।