

স্টাফ রিপোর্টারঃ
মানবাধিকার সংগঠন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের -এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন আইনজীবী, ঢাকা বার এসোসিয়েশনের নিয়মিত প্র্যাকটিশনার, সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানবীর ও মানবাধিকার কর্মী, বাংলাদেশ সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী সংগঠন `শান্তি সংঘ`র প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউআইটিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবজাল হোসেন মৃধা। অ্যাডভোকেট আবজাল হোসাইন মৃধা। এখন থেকে নতুন কমিটি`সহ প্রতিষ্ঠানটির সকল বিষয়ে দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সর্ব সম্মতিক্রমে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন`সহ আরও অনেকের উপস্থিতিতে তাকে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। আবজাল হোসাইন তার বক্তব্যে বলেন, বর্তমানে সফলতার অন্যতম ধাপ হলো উদ্যোগ নেওয়া। বর্তমান প্রতিযোগিতামূলক জীবনে পরিচালনা পরিষদের সকল সদস্যকে নতুন পরিকল্পনা ও উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। মৃধা আরও বলেন, নতুন পরিকল্পনার মাধ্যমে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করতে হবে। আলোচনা অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি ১৬ জন পরিচালক নিয়ে যাত্রা শুরু করে, মানবাধিকার সংগঠন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল। যার সরকারি রেজিস্ট্রেশন নং – এস-১২৮৪৭-২০১৮। প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও মানবাধিকার বিষয়ক নানা উন্নয়নমূলক কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।