

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার (৭মার্চ ) চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এবং এসআই মো: ওয়াছেক মিয়া সঙ্গীয় ফোর্স মিলে বিকেলে চরভদ্রাসন ১নং ইউনিয়নের চর হরিরামপুর এলাকায় এ অভিযান চালান।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো: রজিউল্লাহ খান বলেন ড্রাইভিং লাইসেন্স বিহীন, হেলমেট বিহীন ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে মোটরসাইকেল গুলো জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে চরভদ্রাসন থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।