

মোঃ শাহাদাত হোসেন, স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামের বেবি আক্তার ও তার মেয়ে সবনাজ আক্তারের মিথ্যা প্রচার বন্ধের দাবীতে গ্রামবাসী মানববন্ধন করেন।
মানববন্ধনে বিএনপি নেতা কাবুল মাতুব্বর, বজলু রহমান, আইবেলী মাতুব্বর, হাজি মুজিবের হাওলাদার, আক্কজ মুন্সির উপস্থিতিতে বক্তব্য প্রদান করেন নিলখী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মান্নান মাতুব্বর, ছাত্রদলের আহবায়ক শামীম হোসেন, নিলখী ইউনিয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরব আলী প্রমুখ।
নিলখী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মানার মাতব্বর বলেন, বেবি আক্তার ও তার স্বামী মারামারি করে আহত হয়। এই ঘটনায় এলাকাবাসীকে মিথ্যা ভাবে হয়রানি করার চেষ্টা করে । বেবি আক্তার যাতে এলাকায় এরকম নেক্কারজনক ঘটনা না করে সে ব্যাপারে বক্তারা বেবি আক্তারকে শতর্ক করেন। সে যদি এলাকার নিরহ মানুষকে অহেতুক ফাঁসানোর চেষ্টা করে তাহলে এলাকাবাসী আরো কঠোর ভূমিকায় যেতে বাধ্য হবে। এলাকার কোন নিরীহ মানুষ হয়রানি না হয় সে ব্যাপারে শিবচর পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের নিকট গ্রামবাসীর দাবি জানান।