

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়। “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন, উপজেলা মৎস্য কর্মকর্তা নিটুল রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, ডাঃ সৌরভ চক্রবর্তী, উপজেলা মৎস কর্মকর্তা মো: মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী আঃ মোমিন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নজরুল ইসলাম, য্বু উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল বক্তব্য রাখেন।
এসময় একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।