

স্টাফ রিপোর্টার, মোঃ শাহাদাত হোসেন-
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়| মাসিক আইন শৃঙ্খলার সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জুবায়ের সানভি, ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন, ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান, ভাঙ্গা পৌর বিএনপি নেতা মিজানুর রহমান পান্না, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা, আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া, নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর খান, সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, ভাঙ্গা উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন আর রশিদ, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, সাধারণ সম্পাদক মজিবর মুন্সী, সাইফুল্লাহ শামীম, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস তাবলীগ জামাতের আমির মাসুদুর রহমান, ভাঙ্গা উপজেলা সমন্বয়ক মোহাম্মদ আশরাফ হোসেন, ভাঙ্গা উপজেলা গণপরিষদের সভাপতি সাইফুজ্জামান, কালামৃধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বেপারী প্রমুখ।