

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে উপজেলা পরিষদ চত্তরে পদ্মা আড়িয়ালখা নদ থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সাধারন ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তারা অবৈধ ভাবে বালু উত্তোলনের সিন্ডিকেট ভেঙ্গে নদী ভাঙ্গনে জনভোগান্তি নিরসন ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তির ব্যবস্থার দাবি জানান এবং “বালুবাহী ট্রাকের চাপায় মৃত্যু” ঘটনার দায়ভার সদরপুর থানার ওসিকে নিতে হবে এবং এর সঠিক সহায়তা না দিতে পারলে ও অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ না করতে পারলে উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভুমি) ও সদরপুর থানার ওসির অপসারণ, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার উপর স্থায়ী নিষেধাজ্ঞা, নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু, মানববন্ধনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতসহ ৫দফা দাবি করেন।