

স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন-
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাউলীবেড়া বিএনপির সভাপতি মোঃ আনোয়ার জোয়ার্দার এর সভাপতিত্বে ও রবিউল হাসান রনি জোয়ার্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -৪ আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি অনু, ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ ওয়াদুদ, কৃষক দলের সাবেক সভাপতি সাঈদ মুন্সি, ভাঙ্গা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ, কাউলীবেলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল মাতুব্বার, লুৎফর রহমান তপন, সারাফাত হোসেন, কাউলীবেড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাব্বি, যুবদলের নেতা সেলিম জমাদ্দার, কাওলীবেড়া ইউনিয়ন যুবদল নেতা আহসান রনি, সিদ্দিক জমাদ্দার ইসরাফিল ফকির , ফরিদপুর যুবলীগ নেতা ভিপি সেলিম, সাইফুল চৌধুরী, আবু সাঈদ, জাহিদুজ্জামান জাহিদ, কামরুজ্জামান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহিদুল ইসলাম খান বাবুল বলেন, মানুষের সুখ দুঃখে পাশে থাকা আমি আমার এবাদত মনে করি। আমরা আপনাদের মন জয় করে ক্ষমতায় আসতে চাই। আপনারা আমাদের সাথে থাকেন আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদের।