

মোঃ ওয়াজেদ আলী, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
অক্লান্ত পরিশ্রম ও জীবন বাজী রেখে যারা দেশ এবং দেশের বিভিন্ন ঘটনাবলি, বিষয়, ধারণা, মানুষ, প্রকৃতি, পরিবেশ, সমাজ, রাষ্ট্র সম্পর্কিত প্রতিবেদন তৈরি ও পরিবেশন কারে থাকে সে সব সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলে অংশ গ্রহন করে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
আজ ২৪ মার্চ ২৩ রমজান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
ইফতার মাহফিলের পূর্বে সদরপুর উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তৃতা উপস্থাপন করেন।
সদরপুর সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সংগঠনের প্রায় ৫০ জন সাংবাদিক উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তৃতা প্রদান করেন। তিনি বলেন সাংবাদিক হলো সত্য ও ন্যায়ের প্রতীক সাংবাদিকদের যেকোনো ধরনের সহযোগিতার জন্য তিনি প্রস্তুত রয়েছেন।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তিনি সাংবাদিকবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সদরপুরবাসীকে একটি উন্নত, আধুনিক ও দুর্নীতিমুক্ত উপজেলা উপহার দিতে সকলের সহযোগিতা কামনা করেন।