

ফরিদপুর (সদরপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় রবিবার ( ২৩ মার্চ) বিকেল ৪ টায় আপন চাচা ফারুক শিকদার (৪৫) কর্তৃক সাত বছর বয়সী ভাতিজীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে সোমবার (২৪ মার্চ) রাত দেড়টার সময় উপজেলার ভাষাণচর ইউনিয়নের জাকের শিকদারের ডাঙ্গী গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
জানাগেছে, বাড়ির পাশের পেঁয়াজ ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে পর্ব থেকে ওৎ পেতে থাকা চাচা তাকে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা চালায়। আশেপাশের লোকজন শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে সদরপুর থানায় অভিযোগ দায়ের করলে রাতে ফারুককে গ্রেপ্তার করে সদরপুর থানা পুলিশ।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মোতালেব বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ইং এর ৯(৪) (খ) ধারায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে শিশুর চাচাকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।