

স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন-
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সীর নির্দেশনায় ভাঙ্গা উপজেলার কোর্টপাড় এবং পৌর বাসস্টান্ডে পথযাত্রীদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক কুতুবউদ্দিন স্মরন, শ্রমিক দল নেতা ফারুক মুন্সী, সেচ্ছাসেবক দলের নেতা রুবেল মুন্সী, সোহেল শরীফ, অন্তর মাতুব্বর, ছাত্রদল নেতা বরকত আহমেদ, মুন্না মুন্সী, জামিরুল নাজিম, রাজন আহমেদ, ফয়সাল আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ।
পথযাত্রীদের ইফতারি বিতরণ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা কুতুবুদ্দিন স্মরণ বলেন, অনেক ড্রাইভার অটো চালক সময় মত ইফতারিতে যেতে পারেন না। তাই পথযাত্রীদের জননেতা তারেক রহমানের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পথযাত্রীদের ইফতার করানোর এই প্রয়াস। এসময় তিনি সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান।