

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরকান্দা সদরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হুসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফর আলী, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান, খেলাফত মজলিসের উপজেলা শাখার যুগ্ম – সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাসেম, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল বাকি, যুব মজলিস সভাপতি মাওলানা জসিমউদদীন, মাওলানা কামরুজ্জামান, মাওলানা শাখাওয়াত হোসেন, প্রমুখ। বক্তারা আগামী সংসদ নির্বাচনে তাদের মনোনীত প্রার্থী বা শরীক দলের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।