

মোঃ ওয়াজেদ আলী, সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
আজ ২৯ মার্চ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল তালুকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানান কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি (জাতীয়তাবাদী ছাত্রদল) মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট সদরপুর উপজেলার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী খানের সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আঃ রাজ্জাক খাঁন, কেএম আবু সাইদ, শিক্ষক কর্মচারী ঐকজোট সদরপুর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, মোঃ তোতা বয়াতী সদস্য আহবায়ক কমিটি উপজেলা বিএনপি, হাফিজুর রহমান সুমন যুগ্ম আহবায়ক বাঙলা কলেজ ছাত্রদল ঢাকা, মোঃ শাহজালাল সরদার যুগ্ম আহবায়ক কবি নজরুল সরকারী কলেজ ছাত্রদল ঢাকা, ছাত্রনেতা নজরুল কবির নিরব,মিজানুর রহমান সিনহা প্রমুখ।
বক্তারা দলীয় শৃঙ্খলা রক্ষা,সহমর্মিতা ও পরস্পর সহযোগীতার মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী ও দলীয় কার্যক্রম বেগবান করার জন্য উদাত্ত আহবান জানান।
সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের প্রতীক তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা মোঃ নোমান।