

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কের পাশে একটি পরিত্যাক্ত কার্টনে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পড়ে ছিল একটি ঔষধের কার্টন। সেই কার্টনের মধ্যেই ছিলো এক নবজাতকের লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসে যায়।
রোববার সকাল ৮টার দিকে মাশাউজান নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ঔষধের কার্টন দেখতে পায় পথচারীরা। কার্টন খুলতেই ভিতরে মিলল এক নবজাতকের লাশ। ঘটনাটি জানাজানি হলে আস্তে আস্তে সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে।
স্থানীয় বাসিন্দা টুকু শেখ জানান, রোববার সকালের দিকে মাশাউজান নামক স্থানে মহাসড়কের পাশে মানুষের ভিড় দেখতে পাই । আমি তখন সেখানে সড়কের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের লাশ দেখতে পাই। সাথে সাথে আমি 999 ট্রিপল-নাইনে ফোন করে পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের লাশটি উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যায়।
নগরকান্দা থানার এসআই তারেক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পুরুষ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশটির ময়নাতদন্ত করার জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।