

স্টাফ রিপোর্টার, মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় কাউলিবেড়া খেলার মাঠ প্রাঙ্গনে মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় মুফতি শফিকুর রহমান মাদানী এর সভাপতিত্বে গাজায় ইজরায়েলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা কেন্দ্রীয় ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, মুফতি সাদিকুর রহমান, মুফতি আনোয়ার হোসেন, মাওলানা জুবাইদা হুসাইন, মাওলানা মঈন উদ্দিন সরদার, অধ্যাপক মুফতি আনোয়ার হোসেন, ডাক্তার মুহাম্মদ ইসলাম মৃধা, মাওলানা রাশিদুল ইসলাম প্রমুখ।
এসময় কাউলিবেড়া বাজারের বিভিন্ন রাস্তা বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। বিক্ষোভ শেষে কাউলিবেড়া খেলার মাঠ প্রাঙ্গনে বক্তারা ইজরায়েলি পণ্য পরিহার করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান এবং গাঁজাবাসীর জন্য দোয়া মোনাজাত করেন।