

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় গাউছুল আজম গাউছে পাক গুলশানে কাদেরিয়া হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রঃ) এর ১২০ তম বার্ষিক উরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে মুন্সী আব্দুল আজিজ ওরফে আজিম (৯৬) গাউছুল আজমের বাড়ীতে এ উরশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১২০ বছর যাবৎ এ উরশ প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের বিভিন্ন জেলা থেকে আশেকান, মুরিদান সমবেত হয় এ বার্ষিক উরশ শরীফে।
এছাড়া দেশ বরেণ্য কন্ঠ শিল্পীরা সংগীত পরিবেশন করে থাকে উরশ উপলক্ষে। উরশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজান বাবু, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক অগ্রসরের বিশেষ প্রতিনিধি কবিরুজ্জামান সাহেব, দৈনিক বাংলাদেশ অর্থনীতি প্রতিনিধি রেজাউল করিম সেলিম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাসির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ হাইকোর্টের এ্যাডঃ মুন্সী হাফিজুর রহমান ও কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান মুন্সী আব্দুল আজিজ ওরফে আজিমের পুত্র।
উরশ শেষে গভীর রাতে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। এ্যাডঃ হাফিজুর রহমান বলেন আমার দাদার আমল থেকে এই উরশ অনুষ্ঠিত হয়ে আসছে। এখন আমার বাবার বয়স ৯৬ বছর। দেশের বিভিন্ন জেলা থেকে আশেকান, মুরিদান সমবেত হন এখানে মনের বাসনা পুরোনের জন্য।