

মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বরগুনা জেলার বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে আগামী ১ বছরের জন্য দৈনিক ইনকিলাব বরগুনা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবির মৃধা ও দৈনিক রূপালী বাংলাদেশ বরগুনা জেলা প্রতিনিধি তাপস মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ৩টায় বরগুনা জেলা মফস্বল ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সম্মেলন শুভ উদ্বোধন করেন আ্যডভোকেট সোহেল হাফিজ সভাপতি বরগুনা প্রেসক্লাব। বিশেষ অতিথি ছিলেন আবু জাফর সালেহ, সাধারণ সম্পাদক বরগুনা প্রেসক্লাব।
সম্মেলনে বিশেষ বক্তব্য প্রদান করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল। সম্মেলনে বরগুনা জেলা মফস্বল সাংবাদিক ফোরামের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সাবেক জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিরাজ। বরগুনা মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি হন বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হন দৈনিক কালবেলা বরগুনা জেলা প্রতিনিধি আসাদুল হক সবুজ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হন মোসা: জাকিয়া সুলতানা।