

স্টাফ রিপোর্টার, মোঃ শাহাদাত হোসেন
সারা দেশের ন্যায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা চারটি কেন্দ্রের আটটি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও সময়ের পরীক্ষা পরিদর্শন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা সরকারি কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া, এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব মোঃ হায়দার হোসেন, মাধ্যমিকে একাডেমিক সুপারভাইজার গোলাপ বিশ্বাস , প্রধান কেন্দ্র ভাঙ্গার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী ওয়ালিউল্লা উচ্চ বিদ্যালয়, পল্লীপাড়া একামাতদ্বীন মডেল কামিল মাদ্রাসা, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন সারা দেশের ন্যায় ভাঙ্গা উপজেলা মাধ্যমিক পরীক্ষা সকল কেন্দ্রগুলি নকলমুক্ত হবে এবং সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। সেজন্যে আমি আইন শৃঙ্খলা এবং সকলের সার্বিক সহযোগিতায় পরীক্ষাগুলি সুন্দরভাবে সম্পূর্ণ হবে, কেন্দ্রের আশেপাশে কোন সাধারণ জনগণের আনাগোনা সম্পূর্ণভাবে মুক্ত রেখেছি।