

স্টাফ রিপোর্টার, মোঃ সাহাদাত হোসেন
অদ্য ১২ এপ্রিল ২০২৫ রোজ শনিবার উপজেলা পরিষদ হলরুমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণের মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন রাজবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্বরত হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বজলুর রহমান। অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে মোঃ বজলুর রহমান কে স্বাগত জানানো হয়। বিভিন্ন উপজেলায় কর্মরর্ত প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ তাদের পরিচয় পর্ব শেষ করে একে অপরের হাতে রজনী গন্ধা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, নাসরিন নাহার, মোঃ মিজানুর রহমান, মোঃ সিহাব খান, মোঃ হাফিজুর, মোঃ মোকলেছুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন সুশীল সমাজের বিভিন্ন পেশা জীবির ব্যক্তিবর্গ ও সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান, মোঃ মামুন অর রশিদ, মোঃ শাহাদাত।