

ফকির আল মামুন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় একই পরিবারের তিন বিকাশ প্রতারককে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
গত কাল রবিবার (১৩ এপ্রিল) গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম শ্যামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান সদরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন: মো: রাজু শেখ (২৮), মো: রমজান শেখ ওরফে রঞ্জু (২২), মো: রিজু শেখ (৩৫)। তিনজনই ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের শেখ ইসলামের সন্তান।
পুলিশ সূত্রে জানা যায়, এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বিকাশ প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল । তারা নিজেদের কে বিকাশ কোম্পানির কর্মকর্তা পরিচয়ে ফোন করে একাউন্ট ব্লক হওয়ার ভয় দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করে প্রতারনার মাধ্যমে বিকাশ একাউন্টে থাকা অর্থ হাতিয়ে নিত।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আ. মোতালেব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে প্রতারকদের আটক করেছি। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।