

প্রভাত কুমার সাহা, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে ন্যাশনাল প্রাইভেট হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। এ উদ্বোধনের মধ্যদিয়ে এলাকাবাসীর জন্য স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা স্বাস্থ্য পপ কর্মকর্তা ডাঃ মোঃ মোমিনুর রহমান সরকার, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, স্বাগত বক্তব্যে ম্যানেজিং ডিরেক্টর রাজিব হোসেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ম্যানেজিং ডিরেক্টর রাজিব হোসেন বলেন,“এই অঞ্চলের সাধারণ মানুষ যেন দ্রুত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু। আমাদের হাসপাতালে দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে ডায়ালাইসিস ইউনিট, শিশু বিশেষজ্ঞ ইউনিট ও হৃদরোগ বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।”
প্রধান অতিথি ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “সদরপুরের মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলায় বেসরকারি এই হাসপাতাল উদ্বোধন নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এতে চরাঞ্চলসহ সাধারণ মানুষ দ্রুত চিকিৎসা পেতে পারবেন এবং ঢাকা বা ফরিদপুর শহরে যাওয়ার প্রয়োজন কমে আসবে।
অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।