

নুরুল ইসলাম সদরপুর (ফরিদপুর) থেকেঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছাদের খার ডাঙ্গী গ্রামে পুকুরের পানিতে ডুবে ২জনের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে বাড়ির সামনের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানায় তার পরিবারের সদস্যরা। নিহতরা হলেন, তাফসান হোসেন (৬) ও লামিম আক্তার (১৪)। তাফসান সদরপুরের চর বিষ্ণপুর ইউনিয়নের চরচাঁদপুর ছাদের খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মুকুল ফকিরের ছোট ছেলে ও লামিম আক্তার একই গ্রামের বাসিন্দা জামাল ফকিরের মেঝ মেয়ে। নিহতরা আপন চাচাতো ভাইবোন।
নিহতদের পরিবারের চাচাতো ভাই আলামিন (২০) বলেন, দুপুরে তারা বাড়ির সামনের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। ওই সময় বাড়ির লোকজন পুকুরে আসার আগেই তারা নেমে পড়েন। তাদের দেখতে না পেয়ে পুকুরের পানিতে খোজা শুরু করলে পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। ওই সময় বিকেল চার টার দিকে সদরপুরের পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরভদ্রাসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান দুজনকেই মৃত বলে ঘোষনা জানান। সদরপুর থানার চরবিষ্ণপুর ইউপি চেয়ারম্যন মোঃ মোয়াজ্জেম হোসেন শিশু দুটির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিন ভাইয়ের মধ্যে তাফসান ছোট ও এক ভাই তিন বোনের মধ্যে লামিম মেঝ। দুই ভাই বোনের মৃত্যুতে পরিবার ও এলাকাতে শোকের মাতম বইছে।