

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিল, ৩০০ গ্রাম গাজা ও ১ বোতল ফেনসিডিলসহ হাসেম খানের ছেলে ফারুক খান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। ফারুক খান উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামের হাসেম খানের পূত্র। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সদরপুর থানার অফিসার ইনচার্জ বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।