

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে আকোটেরচর ইউনিয়নের বাছের বেপারী ডাঙ্গী গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গরু ও ১টি ছাগল বস্মীভূত হয়েছে।
জানাগেছে, হালান বেপারীর টিনের দোচালা গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লেগে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সদরপুর ফায়র সার্ভিসের ইনচার্জ নরেন্দ্র নাথ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে।
আকোটের চর ইউপি চেয়ারম্যান মো: আসলাম বেপারী বলেন, বিষয়টি জানতে পেরে সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। এটি একটি দুঃখজনক র্দুঘটনা।