

স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন-
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের চৌধুরী কান্দা সদরদী গ্রামের মৃত্যু ইসলাম মাতুব্বরের ছেলে মোঃ ওবায়দুল মাতব্বরের ফলজ ও বনজ বৃক্ষ নিধনের অভিযোগ উঠেছে একই গ্রামের আবুল বাশার মাতব্বর, সায়েদ মাতুব্বর, বাবুল মাতব্বর, সোয়াদ মাতুব্বর, সঙ্গবদ্ধভাবে ওবায়দুর মাতব্বরের বিরুদ্ধে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, ঘটনাটা আমি শুনেছি এবং আমার কাছে একটি লিখিত অভিযোগ আসছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।