

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় নুরুল ইসলাম মাতুব্বর (৪২) নামের এক যুবদল নেতা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ — রাজিউন)।
বুধবার ভোর ৫ টার দিকে ঢাকার ইস্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারনে তিনি মারা যান বলে তার পরিবারের লোকজন জানান। নুরুল ইসলাম মাতুব্বর নগরকান্দা গ্রাম নিবাসী মাহবুবুর রহমান মাতুব্বরের ছেলে, এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের ভাতিজা। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, দুই পুত্র, এক ভাই, চার বোনসহ অসংখ্য গুনগুন্রাহী রেখে গেছেন।
একসপ্তাহ আগে নিজ বাড়ীতে সে স্ট্রোক করলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫ টার দিকে তিনি মারা যান। বুধবার বাদ যোহর মদিনাতুল উলুম মাদ্রাসায় নামাজে জানাযা শেষে নগরকান্দা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তাহার মৃত্যুতে নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন ও বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের নামাজে জানায় শত শত মুসল্লীরা শরীক হোন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।