

মো:মনিরুজ্জামান (মনি মিয়া), বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসিবোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে শিক্ষক ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে এবং বোয়ালমারী-মোহাম্মদপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, বিদ্যালয়ের গাছ ও পুরাতন ভবন বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন এবং বিদ্যালয়ের আয়-ব্যয়ের কোনো হিসাব প্রদান করেন না। এছাড়া, বিজ্ঞান ল্যাবরেটরি না থাকায় শিক্ষার্থীদের মাঠে বসে ক্লাস করতে হচ্ছে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং ক্লাসে ফিরে যায়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।