

মো. মনিরুজ্জামান মনি মিয়া, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পঁচামাগুরা গ্রামে আকাশ মোল্যা (২০) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পঁচামাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আকাশ মোল্যা ও একই গ্রামের আরিফ মোল্যার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। তারই জের ধরে গত ১০ এপ্রিল দুপুরে আরিফের লোকজন আকাশকে মারধর করে আহত করে। আহত অবস্থায় ওইদিন বিকালে তাকে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরদিন সকালে (১১ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়া পান।
আকাশের বাবা মোসারফ মোল্যা এ ঘটনায় বোয়ালমারী থানায় আরিফসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। স্থানীয়দের দাবি, এই মামলার প্রতিশোধ হিসেবে আরিফ তার স্ত্রীকে দিয়ে আকাশের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার একটি ‘মিথ্যা মামলা’ দায়ের করান। মামলায় অভিযোগ করা হয়, ১০ এপ্রিল রাত ১১টায় আকাশ ওই নারী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ওঁত পেতে থেকে ঝাঁপড়ে ধরে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
তবে এলাকাবাসীর দাবি, “বিকাল ৫ঃ৩০ মিঃ আকাশ হাসপাতালে ভর্তি ছিলেন, সে রাতে আবার কিভাবে তিনি ধর্ষণের চেষ্টা করতে পারেন?” তারা বলেন, ঘটনাটি সম্পূর্ণ সাজানো এবং আকাশকে মারধরের মামলাটি দুর্বল করার উদ্দেশ্যেই এই নাটক সাজানো হয়েছে।
মানববন্ধনে উপস্থিত লোকজন মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় মানববন্ধনে, আকবর শরীফ, আকাশের মা চম্পা বেগম, জুয়েল মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।