

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান মোল্যা (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহির রাজিউন)।
উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজীকান্দা গ্রাম নিবাসী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দু’বারের নির্বাচিত অর্থ কমান্ডার ছিলেন মোঃ ছিদ্দিকুর রহমান মোল্যা। বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ভাই, এক পুত্র, চার কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ্ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফর আলী গার্ড অব অর্নার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, আলতাফ হোসেন, তালমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, লস্কারদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এফ এম ছিদ্দিকুল আলম বাবলু, সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা বৃন্দ, সরকারী কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ শত শত মুসল্লীরা জানাযায় উপস্থিত ছিলেন। মরহুম ছিদ্দিকুর রহমান মোল্যা এক্সিডেন্ট করে অসুস্থ ছিলেন দীর্ঘদিন।
শুক্রবার নিজ এলাকায় সকাল সারে নয়টায় তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।