

মোঃ ওয়াজেদ আলী, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
৫ আগষ্ট দেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের ফলে বাংলাদেশের বিভিন্ন সংসদীয় আসনে আমুল পরিবর্তন এসেছে। জনগন হাফছেড়ে খোলা আঁকাশের নিচে বিহঙ্গের মতো ডানা মেলে উড়ছে। উক্ত প্রেক্ষাপটের পরে ফরিদপুরের (সদরপুর-চরভদ্রাসন-ভাঙ্গা) সংসদীয় আসন-৪ এর জনগন দীর্ঘ ১৭ বছরের শৃঙ্খলা থেকে মুক্ত হলেও অভিভাবক হীন পরিস্থিতির সম্মুখীন হয়। এই জনপদের মানুষ সহজ,সরল ও অতিথি পরায়ন স্বভাবের হওয়ায় কখনও কুমিল্লা আবার কখনও মাদারীপুরের হেভি ওয়েট নেতা আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্লাহ এবং যুব লীগের প্রেসিডিয়াম মেম্বার চৌধুরী মুজিবুর রহমান (নিক্সনের) ছত্রছায়ায় রাজনৈতিক পরিচয় বহন করতে হয়। বিএনপি বা অন্য কোন দলের নেতাকর্মীরা নিস্ক্রিয় বা কোনঠাসা অবরুদ্ধ বা ঘরছাড়া অবস্থায় দিনাতিপাত করতে থাকে। অনেকে আবার রাজনৈতিক কারনে বিভিন্ন হামলা,মামলার স্বীকারও হয়। উক্ত সংসদীয় আসন পুনরুদ্ধার, জনগনের ভোটাধিকার ও শৃঙ্খলার দ্বাসত্ব থেকে মুক্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত তারকা ও তারুণ্যের প্রতীক তারেক রহমান এই সংসদীয় আসনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জননন্দিত ও আস্হার প্রতীক, ফরিদপুরের কৃতিসন্তান, রাজনীতির সোনালী ফসল, বিগত সরকারের আতঙ্ক ফরিদপুরের গণমানুষের নেতা ও কৃষকদলের কেন্দীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুলকে মনোনীত করেন।
তারেক রহমানের এমন সিদ্ধান্তের পরথেকেই সদরপুর,চরভদ্রাসন ও ভাঙ্গার জনমনে স্বস্তি ফিরে আসে। দলীয় নির্দেশ পেয়ে জনবান্ধন নেতা মোঃ শহিদুল ইসলাম খান বাবুল কালক্ষেপণ না করে ছুটে যান সংসদীয় আসন ফরিদপুর-৪ (সদরপুর,চরভদ্রাসন,ভাঙ্গায়)। মিটিংয়ে মিছিলে একাকার হতে থাকে সদরপুরের অলি,গলি,রাজপথ। শহিদুল ইসলাম খান বাবুলকে পেয়ে পূর্ণ জোয়ার ফিরে এসেছে উক্ত নির্বাচনী এলাকায়। তিনিও আপন মহিমায় আলিঙ্গন করে বুকে জড়িয়ে নিয়েছেন উক্ত জনপদের সহজ সরল মানুষকে। কৃষক,শ্রমিক,জেলে,ব্যবসায়ী কিংবা ধনী সকলকে তিনি সমান মর্যাদা দিয়েছেন।
৫ আগস্টের পর থেকে তিনি ও তার বিভিন্ন নেতাকর্মী যারা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সবাই নির্বাচনী প্রচারনায় ব্যাস্ত। এ ব্যাপারে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ সবচেয়ে বেশী তৎপরতার সাথে নির্বাচনী প্রচার প্রচারনায় ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন এলাকায় মাঠে রয়েছেন।
রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে ফরিদপুর জেলা ও বিভিন্ন উপজেলায় সর্বপ্রথম উক্তজোটের স্বচ্ছ, নিরপেক্ষ, সক্রিয় ও সংগ্রামী সহযোদ্ধাদের নিয়ে কমিটি গঠন করা হয়।
প্রচার প্রচারনা সহ জনমনে আস্হা ফিরিয়ে আনতে উক্ত কমিটি বলিষ্ঠতার সাথে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল ২৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৫ টায় সদরপুর উপজেলার মনিকোঠা ও গাবতলা সহ কয়েকটি স্হানে শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষে নির্বাচনী প্রচারনা চালানো হয়। এ সময় জনমনে ব্যপক উৎসাহ ও সাড়া পাওয়া যায়।
উক্ত প্রচানায় নেতৃত্ব প্রদান করেন সিনিয়র যুগ্ম মহাসচিব কারিগরি শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেন, সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান, সংগ্রামী যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আবদুস সাত্তার মিয়া ও সদরপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান।
এ সময় আরও উপস্হিত ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মাদ মাহমুদ আল সিদ্দিকী, যুগ্ন সাধারন সম্পাদক কাজী মোঃ ফরহাদ হোসেন, সহ-সম্পাদক অধ্যক্ষ মোঃ ইউসুফ মোল্যা, সহ-সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সহ সম্পাদক মোঃ ইয়াসিন, সদস্য মোঃ সাজ্জাদুল আলম, আব্দুল মতিন এবং কিন্টার গার্টেন অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন আহমেদ লেলিন।
বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান।
বাখুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ফারুক হোসেন, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাফর শেখ, গেরদা এএফএম মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জেলা শিক্ষক সমিতি মাদরাসা শাখার সংগ্রামী সভাপতি ও অন্যতম নেতা ইমরান নাজির।
বাংলাদেশ শিক্ষক সমিতি সদরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ কামরুল ইসলাম খান, সাধারন সম্পাদক মোঃ আবদুস সাত্তার মিয়া, শিক্ষক কর্মচারী ঐক্য জোট সদরপুর উপজেলা শাখার সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান,যুগ্ম সম্পাদক মোঃ খালিদ হোসেন লিওন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ সিদ্দিক, শিক্ষক নেতা মোঃ শাহিন আলম, প্রচার সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহাবুব দেওয়ান প্রমুখ।
এছাড়াও উক্ত প্রচারনায় সদরপুর,চরভদ্রাসন ও ফরিদপুরের বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মনিকোঠা বাজারে দলীয় কার্যালয়ে স্হানীয় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান এবং সদরপুরের পক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আবদুস সাত্তার মিয়া ও সদরপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান।