

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
২৭ এপ্রিল রবিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিদী ইউনিয়ন বাসীর মাধ্যমে ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৫০০ থেকে ৬০০ নারী-পুরুষ সেবা নিতে আসে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এ কার্যক্রম। আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ এর সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল থেকে ডাঃ আরাফাত হোসেন সহ ৭ সদস্যের একটি টিম আসে এই ক্যাম্পিং এ।
গরিব ও অসহায় রোগীদের যেসব সুযোগ-সুবিধা দেওয়া হবে- বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষা। ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট্ লেন্স দ্বারা প্যাথামুক্ত, সেলাইবিহীন, রক্তপাত ছাড়া ছানি অপারেশন, অপারেশনের পরে বিনামূল্যে কালো চশমা ও ঔষধ প্রদান করা হবে।
সেবা নিতে আসা অনেকে বলেন চোখে ছানি পড়ার কারণে ও টাকার অভাবে আমরা চোখ থাকতেও অন্ধ, উপকার ভোগী গরীব অসহায় ব্যক্তিরা আরো বলেন এই সেবা পেয়ে খুবই খুশি, সৃষ্টিকর্তার রহমতে ও আয়োজকদের সহযোগিতায় হয়তো এখন চোখের দৃষ্টি ফিরে পাবো।