
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পৌর ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে দারুসসুন্নাহ্ তাহফীজুল কুরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন বাহারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ, বাঘাইছড়ি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব মোঃ নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেনসহ পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি কোরআনের হাফেজ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান খান।
মোনাজাতে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দেশ-জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থতা কামনাও করা হয়।