
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ:-
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক আজ ৫ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও অনুপ্রবেশের চেষ্টা করার সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাফির মোড় বটতলা পাকা রাস্তা থেকে সুবেদার সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় উইন সিরেক্স সিরাপ উদ্ধার করা হয়। একই দিন দুপুরে যাদবপুর বিওপির এলাকায় হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২০২ পিস ভায়াগ্রা ১১ বোতল সিরাপ এবং ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আর আজ ভোরে খোসালপুর বিওপির নিয়মিত টহলের সময় হাবিলদার মো. কাদেরের নেতৃত্বে ২ জন পুরুষ ও ১ নারীসহ মোট ৩ বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক করা হয়। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।