
ক্রাইম রিপোর্টার : মোঃ রাজীব খাঁন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা)-এ আজ ৪ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে ‘বিদায় ও বরণ অনুষ্ঠান ২০২৫’। প্রতিষ্ঠানটির বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ-কে আনুষ্ঠানিক বিদায় জানানো হয় এবং নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন রামেকহার চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডা. মোঃ মশিউর রহমান (আর.পি, মেডিসিন)। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে তিলাওয়াত করেন ডা. মোঃ আব্দুল হামিদ (জুনিয়র কনসালটেন্ট, মেডিসিন)। পরে একে একে বক্তব্য দেন— ডা. মোঃ হাসানুল হাছিব, উপ-পরিচালক, রামেকহা, ডা. তানভীর আহমেদ তৌকির, ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধি, শহীদুল ইসলাম, ওয়ার্ড মাস্টার (তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী প্রতিনিধি) নার্সিং কর্মকর্তা কোহিনুর খাতুন, ডা. শহিদুল ইসলাম রবিন, আর.এস (সার্জারি), বহির্বিভাগ চিকিৎসক প্রতিনিধি, অধ্যাপক ডা. মোঃ হাসান তারিক, প্রধান, মেডিসিন বিভাগ, অধ্যাপক ডা. মনিরুজ্জামান সরকার, প্রধান, সার্জারি বিভাগ, সহযোগী অধ্যাপক ডা. রৌশন আখতার, প্রধান, গাইনী বিভাগ, অধ্যাপক ডা. মোঃ আজিজুল হক আজাদ, সভাপতি, শিক্ষক সমিতি, অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল, অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ, বক্তারা বিদায়ী পরিচালকের সফল কর্মকালের প্রশংসা করেন এবং নবনিযুক্ত পরিচালকের নেতৃত্বে হাসপাতালের সেবা আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষাংশে আবেগঘন বিদায়ী বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ। তিনি রামেকহার সম্পূর্ণ পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই প্রতিষ্ঠানের মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমার জন্য অনুপ্রেরণা ছিল।” পরে সভাপতির বক্তব্যে নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম রামেকহার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। সুপরিকল্পিত ও সুশৃঙ্খল আয়োজনে পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দঘন এবং সম্মাননা-মণ্ডিত।