
ইয়াছিন আহমেদ , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম, দুস্ত ও অসহায়দের মাঝে গরু সাদাকাহ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) পবিত্র জুম্মার দিনে মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া শেষে গরু জবাই করে এতিম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
এছাড়াও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে মুরাদনগরের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কোরআন খতম এবং দোয়ার আয়োজন করা হয়। দলীয় ব্যানারেও মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও দেশনেত্রীর সুস্থতা কামনায় কায়কোবাদের উদ্যোগে পবিত্র মক্কায় বকরি সাদাকাহ ও উমরাহ করানো হয়।
কায়কোবাদ এর পক্ষ থেকে গরুর গোস্ত পেয়ে এতিম ও অসহায়রা প্রাণভরে বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী কায়কোবাদ এর জন্য দোয়া করেন।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম ও অসহায়দের মাঝে গরু সাদাকাহ আয়োজনে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া ও শাহ আলম সরকার। উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ। বিএনপি নেতা আব্দুস সাত্তার সাবেক ছাত্রনেতা চঞ্চল রায়হান ও আলাউদ্দিন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।