
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি, রাঙ্গামাটি:
আগামী নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং আসনে প্রার্থীর প্রচারণার কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১০টায় বিলাইছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ওয়ার্ড নেতৃবৃন্দকে নিয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক মোঃ জাফর আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি সমন্বয়ক মোঃ আব্দুল বারেক খাঁ। উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল করিম রনি, উপজেলা জাসাস দলের সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা সভানেত্রী মিসেস দিলুয়ারা বেগম, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ আবুল কালাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান।
সভার কার্যবিবরণীঃ
বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলী হায়দার-এর সভাপতিত্বে এই সভা পরিচালিত হয়। সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ অলি আহমেদ। নেতৃবৃন্দ প্রার্থীর পক্ষে কার্যকর প্রচারণা কৌশল, সাংগঠনিক গতি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি মোঃ জাফর আহম্মদ সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজ নিজ এলাকার পরিস্থিতি এবং করণীয় সম্পর্কে মতামত ব্যক্ত করেন।
এছাড়াও, দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিলাইছড়ি বিএনপি কার্যালয়ে বিলাইছড়ি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ শিব্বর আহমেদ।